September 5, 2024 | 10:30pm
September 5, 2024 | 10:30pm
September 5, 2024 | 10:30pm
October 1, 2024 | 10:30pm
ভারতে ক্রমশ বাড়ছে মেডিক্যাল টুরিজ়মের চাহিদা। বিদেশের অনেক রোগীই ভারতে আসেন, তার অন্যতম কারণ হল এখানে আর্থিক সাধ্যের মধ্যে চিকিৎসার সুযোগ। ফলে, ভারতের বড় হাসপাতাল বা মেডিক্যাল সেন্টার যে সব জায়গায় আছে, সেখানে চিকিৎসা করাতে আসেন সারা বিশ্বের অনেক রোগীই। একই সঙ্গে, স্পেশ্যালাইজ়ড মেডিক্যাল টুরিজ়মও জনপ্রিয়তা পাচ্ছে। কার্ডিওলজি, নিউরোসার্জারি, অঙ্কোলজি, ট্রান্সপ্লান্ট ও আইভিএফ-এর খুবই চাহিদা রয়েছে। রোগীর সঙ্গে স্বভাবতই একাধিক পরিবার বা বন্ধুরা আসেন। চিকিৎসার ফাঁকে তাঁরা ওই অঞ্চলের আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেন। মেডিক্যাল টুরিজ়মে সাহায্যকারী সংস্থাগুলি চিকিৎসার পরিকল্পনা, যাতায়াত, চিকিৎসা পরবর্তী দেখভাল, নামী হাসপাতাল চিহ্নিতকরণ, রোগীর যত্নের নানা দিক সবকিছুর খেয়াল রাখে। কী ভাবে বেছে নেবেন সঠিক সংস্থা? যাঁরা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার, যাঁরা অ্যাক্রেডিটেড মেডিক্যাল ভ্যালু ট্র্যাভেল ফেসিলিটেটর-এর প্যানেল ভুক্ত, সেই সংস্থাগুলিকেই বেছে নিতে হবে। কথা বলে জেনে নেবেন, তাঁরা ডায়াগনসিস, যাতায়াতের পরিকল্পনা, ভিসা সম্পর্কিত সুবিধে, অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া, চিকিৎসার যাবতীয় নিয়মাবলী ও পোস্ট ট্রিটমেন্ট কেয়ার নিয়ে কী কী সুবিধে দেবেন।
মেডিক্যাল টুরিজ়ম দিনে দিনে জনপ্রিয় হলেও বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে এই ক্ষেত্রে। সরকারী তদারকি প্রয়োজন যাতে অ্যাক্রেডিটেশন আছে এমন সংস্থাই উৎসাহ পায় । বর্তমানে ১৬৭টি দেশের মানুষের পক্ষে মেডিক্যাল ভিসা পাওয়া সম্ভব, এটি যথেষ্টই ইতিবাচক দিক।
সব মিলিয়ে মেডিক্যাল টুরিজ়মের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। যে সংস্থা যত বেশি পেশেন্ট ফ্রেন্ডলি, তাঁদের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
তথ্য সহায়তা: ঈশান দধিওয়ালা, মেডিজার্ন-এর যৌথ প্রতিষ্ঠাতা
Note: MediJourn does not offer medical advice, diagnoses, or treatment. The information and services provided on medijourn.com are for informational purposes only and are not a substitute for professional consultation or treatment by a physician. MediJourn strongly discourages the copying or cloning of its webpages and content and will take legal action to protect its intellectual property.